Logo

Natun Bazar High School

  প্রধান শিক্ষকের বাণী
মুহাম্মদ জাহাঙ্গীর মজুমদার

প্রধান শিক্ষক

আমি সর্বপ্রথমে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের দরবারে যিনি আমাদের সৃষ্টি করেছেন। শ্রদ্ধাভরে স্মরণ করছি সেসব শিক্ষা-সরসী উচ্চার চিত্তের বিদ্যোৎসাহী বিদগ্ধ ব্যক্তিদের যাদের শ্রম, ঘাম, মেধা-মনন, আর্থিক সহযোগিতা, আন্তরিক প্রচেষ্টা ও অক্লান্ত প্রয়াসে আজ থেকে ৫০ বছর আগে এ অঞ্চলের জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে আলোকিত স বিনির্মাণের মহৎ উদ্দেশ্যে নতুন বাজার উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। ১৯৬৮ সালে প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি এ বিদ্যালয়টি শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে অনন্য বৈশিষ্ট্যের দাবীদার। এলাকার শ্রমজীবী মানুষ থেকে শুরু করে জ্ঞানী-গুনী, শিক্ষানুরাগী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য, পিটিএ ও সর্বস্তরের মানুষের আন্তরিক ও সম্মিলিত প্রচেষ্টায় একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। অর্ধ শতাব্দী প্রাচীন এ বিদ্যাপীঠ থেকে জন্ম নিয়েছে অনেক উজ্জ্বল নক্ষত্র ও জ্ঞানী-গুনী বরেণ্য ব্যক্তি যারা দেশ ও জাতির কল্যাণে অনন্য অবদানের সাক্ষর রেখেছেন। আমি নিজেকে পরম সৌভাগ্যবান মনে করছি যে এ বিদ্যালয়ের শুভক্ষণে প্রধান শিক্ষকের পদে অধিষ্ঠিত আছি। সর্বোপরি আগামী দিনে এ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আপনাদের সহযোগিতা কামনা করছি